Home জাতীয় পরিস্থিতি স্বাভাবিক হলেই পর্যটন খুলে দেওয়া হবে: ধর্ম উপদেষ্টা
Oktober ২০, ২০২৪

পরিস্থিতি স্বাভাবিক হলেই পর্যটন খুলে দেওয়া হবে: ধর্ম উপদেষ্টা

পাহাড়ে অস্থিরতায় নিরাপত্তা বিবেচনায় সাময়িক বন্ধ থাকা পর্যটন পরিস্থিতি স্বাভাবিক হলেই খুলে দেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, শান্তিশৃঙ্খলাসহ সামগ্রিক বিষয়গুলো নিয়ে কাজ করছেন।

রোববার বেলা সাড়ে ১১টার বান্দরবান জেলা মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের জন্য সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।

পরিদর্শনকালে ধর্ম উপদেষ্টা আরও বলেন, দীর্ঘদিন ধরে বান্দরবান জেলা মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান চিহ্নিত করা হলেও কোথায় নির্মাণ করা হবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিল জেলার সংশ্লিষ্ট সবাই। এ নিয়ে স্টেডিয়াম এলাকা, নিউ গুলশান, মেঘলা ও সূয়ালকে চারটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেছি। স্থানীয়দের পছন্দকে গুরুত্ব দিয়ে জনগণের পছন্দনীয় স্থানেই জেলা মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে। প্রাথমিকভাবে পরিদর্শন করে দেখলাম, প্রকৌশলী, প্রশাসনসহ সংশ্লিষ্টরা সম্মিলিতভাবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় অন্যদের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব (উন্নয়ন)  মু. আ. আওয়াল হাওলাদার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্র জানায়, শনিবার রাতে দুই দিনের সফরে বান্দরবান আসেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। স্থানীয় সার্কিট হাউসে রাতযাপনের পর রোববার সকাল সাড়ে ১০টায় বেরিয়ে বান্দরবান জেলা মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের সম্ভাব্য চারটি জায়গা পরিদর্শন করেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *