Home জাতীয় নির্বাচন কমিশন গঠনে শিগগিরই সার্চ কমিটি : মাহফুজ আলম
Oktober ১৯, ২০২৪

নির্বাচন কমিশন গঠনে শিগগিরই সার্চ কমিটি : মাহফুজ আলম

নির্বাচন কমিশন গঠনে শিগগিরই সার্চ কমিটি গঠন করা হবে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

তিনি বলেছেন, ‘সার্চ কমিটি ঠিক করবে নির্বাচন কমিশনার কারা হবে।’

আজ শনিবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিদ্যমান আইনে নির্বাচন কমিশন নিয়োগে সার্চ কমিটি গঠন করা হবে উল্লেখ করে মাহফুজ আলম বলেন, ‌‘সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে রাজনৈতিক কোনো চাপ বা হস্তক্ষেপ গ্রহণ করা হবে না।’

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার একক কোনো সিদ্ধান্ত নেবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *