Home দেশ-বিদেশের যু্দ্ধ গাজায় শিশুসহ মৃত্যু ছাড়াল ৪২৪০০ জন
Oktober ১৭, ২০২৪

গাজায় শিশুসহ মৃত্যু ছাড়াল ৪২৪০০ জন

ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪২ হাজার ৪০৯ জনে। বুধবার পর্যন্ত শিশুসহ আরও অন্তত ৬৫ জন নিহত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন আরও ১৪০ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় গাজার ৬টি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা।

এতে নিহত হয়েছেন অন্তত ৬৫ জন এবং আহত হয়েছেন আরও ১৪০ জন। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ অনেকেই এখনও ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

সড়ক যোগাযোগ ধ্বংস হয়ে যাওয়া এবং লোকবল ও সরঞ্জামের অভাব থাকার কারণে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, যেসর্বশেষ এই হামলার পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪২ হাজার ৪০৯ জন। এছাড়া ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মোট আহত হয়েছেন ৯৯ হাজার ১৫৩ জন।

অন্যদিকে, হামাসের হামলায় এ পর্যন্ত এক হাজার ২০০ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। এছাড়া জিম্মি আছে ২৪২ জন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *