হাথুরুসিংহ বরখাস্ত, নতুন কোচ সিমন্স
বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো চন্ডিকা হাথুরুসিংহে অধ্যায়। শ্রীলঙ্কান কোচকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই হেড কোচকে অব্যাহতির কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেই সঙ্গে তাকে শোকজও করা হয়েছে। নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সের নাম।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ মঙ্গলবার বিকেলে বিসিবিতে সংবাদ সম্মেলনে বলেন, কিছু ব্যাপার নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বরখাস্ত করা হয়েছে হাথুরুসিংহেকে। নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের নাম ঘোষণা করেন বিসিবি প্রধান। এই ক্যারিবিয়ানের সঙ্গে আপাতত আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি বিসিবির।
আগের দফায় হাথুরুসিংহে নিজেই বাংলাদেশের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। এই দফায় দুই বছরের চুক্তির মাস পাঁচেক বাকি থাকতেই চাকরি হারালেন ৫৬ বছর বয়সী কোচ।
গত অগাস্টে ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরই হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছিল নিয়মিত। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার আগে হাথুরুসিংহের কোচের প্রবল সমালোচকদের একজন ছিলেন তিনি। নানা সময়েই সেই ভাবনা তিনি তুলে ধরেছেন। দায়িত্ব নেওয়ার কদিন আগেও ‘নট আউট নোমান’ ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেন, হাথরুসিংহেকে বাংলাদেশের কোচের দায়িত্বে রাখার কোনো কারণ তিনি দেখেন না।
বিসিবি সভাপতি হওয়ার পর গত প্রায় দুই মাসে নানা সংবাদ সম্মেলনে কোচ নিয়ে প্রশ্ন নিয়মিতই শুনতে হয়েছে ফারুককে। তিনি বারবার অনুরোধ করছিলেন অপেক্ষা করতে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন তারা।
প্রথম দফায় ২০১৪ সালের জুনে বাংলাদেশের কোচের দায়িত্ব নেন হাথুরুসিংহে। তার দুই বছরের মেয়াদ পরে বাড়ানো হয় ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তার কোচিংয়ে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল খেলাসহ ওয়ানডেতে অভাবনীয় সব সাফল্য পায় বাংলাদেশ, স্মরণীয় কয়েকটি জয় ধরা দেয় টেস্টেও। তবে নানা বিতর্কেও তার নাম জড়াতে থাকে। বিশেষ করে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও ড্রেসিং রুমের আবহে অবনতি নিয়ে তার বিরুদ্ধে ছিল নানা অভিযোগ। পরে ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই পদত্যাগ করেন তিনি।
এর কিছুদিন পরই নিজ দেশ শ্রীলঙ্কার দায়িত্ব নেন সাবেক এই অলরাউন্ডার। কিন্তু সেখানেও নানা টানাপোড়েন ও বিতর্কে জের ধরে তিন বছরের চুক্তির মাঝপথেই বরখাস্ত করা হয় তাকে। এরপর অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কোচিং করাচ্ছিলেন তিনি।
গত বছরের ৩১ জানুয়ারি বিসিবি জানায়, আবার কোচের দায়িত্বে ফেরানো হচ্ছে হাথুরুসিংহেকে। দুই বছরের চুক্তিতে কাজ শুরু করেন তিনি গত বছরের ফেব্রুয়ারি থেকে। এবার শেষ পর্যন্ত থাকা হলো না তার।
এই দফায় তার কোচিংয়ে ১০ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ৩৫ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। টেস্টে জয়-হার সমান ৫টি করে। আয়ারল্যান্ড, আফগানিস্তানের বিপক্ষে প্রত্যাশিত জয়ের পাশাপাশি সেখানে আছে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিলেটে দারুণ এক জয় এবং পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়। আবার শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হার এবং কদিন আগে ভারত সফরে বিব্রতকর পরাজয়ও আছে।
ওয়ানডেতে জয় এসেছে ১৩টি, হার ১৯টি, পরিত্যক্ত হয়েছে তিন ম্যাচ। গত বিশ্বকাপে প্রবল আশা নিয়ে গিয়ে চরম হতাশাজনক পারফরম্যান্স করে ফেরে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে জয় ১৯টি, হার ১৫টি, পরিত্যক্ত এক ম্যাচ। এই সংস্করণেও গত বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি দল।