Home খেলা গতির জাদুতে পাওয়ার প্লেতে বাংলাদেশের রাজত্ব
Oktober ৯, ২০২৪

গতির জাদুতে পাওয়ার প্লেতে বাংলাদেশের রাজত্ব

সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের শুরুটা হলো দুর্দান্ত। পাওয়ার প্লেতে হাতখুলে খেলতে চাইলেও বাংলাদেশের পেসারদের গতির ঝলকে খাবি খেল ভারত। প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৫ রানের বেশি তুলতে পারেনি তারা।

অথচ মেহেদী হাসান মিরাজের করা প্রথম ওভারে ১৫ ওভার তুলে বড় স্কোরের ইঙ্গিত দিয়ে রেখেছিল স্বাগতিকরা। তবে পেসাররা বোলিংয়ে আসতেই ছন্দপতন হয় তাদের। টানা দুই ওভারে দুই উইকেট তুলে নেন তাসকিন আহমেদ ও তানজিম সাকিব।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে শুরু থেকেই লাইন-লেংথ মেনে বোলিং করেন তাসকিন। প্রথম পাঁচ বলে খরচ করেন মোটে ২ রান। তার ওভারের শেষ বলে তড়িঘড়ি শট খেলতে গিয়ে মিড অফে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন ওপেনার সঞ্জু স্যামসন। মিরাজের ওভারে টানা দুই চার হাঁকিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দেওয়া স্যামসনকে তাতে ১০ রানেই থামতে হয়।

পরের ওভারের শেষ বলে অন্য ওপেনার অভিষেক শর্মাকে রুখে দেন শরিফুলের বদলে একাদশে জায়গা পাওয়া তানজিম হাসান সাকিব। তার ১৪৭ কিমি গতির এক আগুনে ডেলিভারিতে স্টাম্প বাঁচাতে পারেননি অভিষেক। ১১ বলে ৩ চারে ১৫ রান করে সাজঘরের পথে হাঁটতে হয় তাকে।

ক্রিজে নেমে থিতু হতে পারেননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও (৮)। পাওয়ার প্লের শেষ ওভারে টাইমিংয়ের গরমিলে মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ তুলে দেন তিনি। ম্যাচে দ্বিতীয়বারের মতো ক্যাচ হাতে জমিয়ে ভারতের আরেকটি উইকেট পতন নিশ্চিত করেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।

এর আগে সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক শান্ত। প্রথম ম্যাচে গোয়ালিয়রে ভারতের কাছে ৭ উইকেটে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে সফরকারীরা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *