আগ্রাসন বিরোধী লড়াইয়ে আমাদের পথিকৃৎ আবরার ফাহাদ: আসিফ মাহমুদ
গতকাল আবরার ফাহাদ হত্যার ৫ বছর পূর্তি উপলক্ষ্যে মৃত্যুবার্ষিকী পালন ও আবরার ফাহাদের স্বরণ সভার আয়োজন করে শাহবাগে বৈষম্য ছাত্র আন্দোলন।
গতকাল সোমবার উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে আবরার ফাহাদকে স্বরণ করে পোস্ট করেন।
আসিফ মাহমুদ পোস্টে লেখেন, ‘আগ্রাসন বিরোধী লড়াইয়ে আমাদের পথিকৃৎ আবরার ফাহাদ। আবরার আমাদের শিখিয়েছে কিভাবে আপোষহীন ভাবে আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে হয়।’
তিনি আর লেখেন, ‘সন্ত্রাসী ছাত্রলীগের হাতে আবরারের শাহাদাতের খবর পেয়ে মাত্র ২ ঘন্টায় প্রথম বিক্ষোভ মিছিলটা আয়োজন করেছিলাম। ‘দিল্লি না ঢাকা’ শ্লোগানে বৃষ্টিতে ভিজে সেদিন মিছিল হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে।’
উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, আমরা আবরারকে কখনও ভুলিনি। আগ্রাসন বিরোধী লড়াইয়ের প্রতীক হিসেবে তাঁকে স্মরণ করতে গিয়ে ২০২২ সালের স্মরণসভায় ছাত্রলীগের হামলা ও পরে ঢামেক থেকে গ্রেফতার হয়ে মিথ্যা মামলায় কারাবন্দী ছিলাম আমরা ২৪ জন। এখন আবরারকে স্মরণ করলে আর হামলা কিংবা গ্রেফতার হতে হবে না, সে সময় আর এই সময়ের মধ্যে পার্থক্য এতটুকুই। আগ্রাসনের বিরুদ্ধে এবং দেশকে দখলমুক্ত করার এই লড়াই দীর্ঘ।