মোরেলগঞ্জে বলইবুনিয়া যুবদলের আয়োজনে মতবিনিময় ও দোয়া মাহফিল
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জ বলইবুনিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে মরহুম শহীদ জিয়াউর রহমান এর রুহের মাগফেরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্য বিরধী, আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও নিরাপদ, বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫ টায় বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ইউনিয়ন যুবদল সভাপতি ঈদুল হোসেন ডবু এর সভাপতিত্বে উইনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাস্টার নুরুজ্জামান সেখ এর সঞ্চালনায় বলইবুনি ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মোরেলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মো.শামীম আহসান টিটো।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মোরেলগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ।
এসময় যুবদলের লমতবিনিময় সভায় মূল্যবান বক্তব্য রাখেন সাবেক যুবদল সভাপতি খ ম বদিউজ্জামান বদি, উপজেলা যুবদল ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দসহ হানীয় বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিটুল বিশ্বাস, যুবদল নেতা রোকনুজ্জান উজ্জ্বল, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক দল উপজেলা সভাপতি পল্লী চিকিৎসক রমিজ উদ্দিন,সাবেক ছাত্র নেতা মো.আলমগীর হোসেন তালুকদার, আনোয়ার হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, দলের দুর্দিনের নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে, দলকে সুসংগঠিত করাসহ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গনতন্ত্রে পূনরুদ্ধার করার জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারুণ্যের অহংকার তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে দেশ গড়ার সংগ্রামে নিজেদেরকে আত্মানিয়োগের আহবান জানান হয়।
পরে উপস্থিত নেতা কর্মী দের নিয়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
(এস.এম. সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট সংবাদদাতা
০১৯১১২১১৯৬৫/০১৭১১৩৭৭৪৫০
তারিখ-০৬.১০.২০২৪।