Home খেলা দিনের শুরুতেই বিদায় মুমিনুলের
Oktober ১, ২০২৪

দিনের শুরুতেই বিদায় মুমিনুলের

কানপুরে রোমাঞ্চকর পঞ্চম দিনের খেলা শুরু হয়েছে। পঞ্চম দিনের শুরুতেই অশ্বিনের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন প্রথম ইনিংসে শতক হাঁকানো মুমিনুল হক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪২ রান। এখনও ১৬ রানে পিছিয়ে আছে তারা। ব্যাটিংয়ে আছেন সাদমান ও অধিনায়ক শান্ত।

লেগ স্লিপে কেএল রাহুল নিয়েছেন সহজ ক্যাচ। প্রথম দুই ওভারে দশ রান তোলার পরেই আউট হলেন মুমিনুল।

দিনের তৃতীয় ওভারে ধাক্কা খাওয়ার আগে অবশ্য বাংলাদেশের শুরুটা ছিল ভালোর ইঙ্গিত। দ্বিতীয় ইনিংসে পঞ্চম দিনের শুরুর বলেই রান নিয়েছিলেন মুমিনুল। সাদমান ইসলামের ব্যাট থেকে এসেছিল বাউন্ডারি। পরের ওভারে যশপ্রীত বুমরার ওভার থেকেও এসেছে ৫ রান। সেখানেও ছিল সাদমানের বাউন্ডারি।

এরপরেই টাইগার ইনিংসে আঘাত হানেন অশ্বিন। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ১৪ রানে। এরপরেই তাদের লক্ষ্য থাকবে স্কোর বাড়িয়ে নেওয়ার।

এর আগে চতুর্থ দিনে ইতিহাসগড়া ইনিংসের সুবাদে মাত্র ৩৫ ওভার ব্যাট করেই বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৫২ রানের লিড দাঁড় করায় ভারত। বিপরীতে খেলতে নেমে ১০ রানেই বিদায় নেন ওপেনার জাকির হাসান। নাইটওয়াচম্যান হিসেবে নেমে হাসান মাহমুদও এদিন হয়েছিলেন ব্যর্থ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *