জিম আফ্রো টি-১০ লিগে সাব্বির ঝড়, মারলেন ৫ ছক্কা
লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে সাব্বির রহমান। এক সময়ের হার্ড হিটার এই ব্যাটার সুযোগ পাচ্ছিলেন না ঘরোয়া ক্রিকেটেও। সেই তাকেই এবার দলে টেনেছে জিম আফ্রো টি-১০ লিগের দল হারারে বোল্টস। সেখানেও প্রথম দিকে ধুঁকতে হচ্ছিল তাকে। তবে অবশেষে রানের দেখা পেয়েছেন তিনি।
শুক্রবার ব্যাট হাতে রীতিমতো প্রতিপক্ষের বোলারদের কচুকাটা করেছেন সাব্বির। ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন সাব্বির। জোবার্গ বাংলা টাইগার্সের বিপক্ষে ১২ বলে ৩৪ রানের ‘ক্যামিও’ খেলেছেন সাব্বির। যদিও দিনশেষে আফসোস তার এমন জ্বলে ওঠার দিনেও জেতেনি তার দল হারারে বোল্টস।
সাব্বিরের দলের ১২১ রানের লক্ষ্য ৪ উইকেট হাতে রেখে তাড়া করে জিতেছে বাংলা টাইগার্স।
আগের দুই ম্যাচে দলে সুযোগ না পাওয়া সাব্বির এদিন বাংলা টাইগার্সের বিপক্ষে উইকেটে আসেন অষ্টম ওভারে। তখন হারারের রান ৩ উইকেটে ৭৯। এরপর ১২ বলের ইনিংসে সাব্বির ছক্কা মেরেছেন ৫টি। যার মধ্যে ইনিংসের শেষ তিন বলে আফগান অলরাউন্ডার করিম জানাতের বলে ছক্কা মেরেছেন ৩টি। সাব্বিরের ইনিংসটি বৃথা গেছে বাংলা টাইগার্স অধিনায়ক সিকান্দার রাজার ১০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৩৮ রানের ইনিংসের কারণে।
ম্যাচ হারলেও ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জিতে কোয়ালিফায়ারে সাব্বিরের দল। আজ বাংলা টাইগার্সের বিপক্ষেই প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে তারা। বাংলা টাইগার্সের বিপক্ষে দারুণ খেলে প্রথম কোয়ালিফায়ারে একাদশে জায়গা ধরে রাখতে পারেন সাব্বির।
কালকের ইনিংসটি বাদ দিলে টুর্নামেন্টে বলার মতো কিছুই নেই সাব্বিরের। কেপটাউন স্যাম্প আর্মির বিপক্ষে প্রথম ম্যাচে ২ বলে ১ রান করে হন রানআউট। ডারবান উলভসের বিপক্ষে পরের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। জোবার্গের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ৩ বলে ২ রান করে আবার রানআউট! এরপর বুলাওয়ে, লাগোস ও ডারবানের বিপক্ষে একাদশে জায়গা হয়নি তার।