Home রাজনীতি বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরান
সেপ্টেম্বর ২৬, ২০২৪

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরান

ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

সাবেক এই বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, নিজেদের কৃতকর্মের জন্য বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আর কোনো দিন নিজেদের নাম নিয়ে আসতে পারবে না।

ডামি নির্বাচন কমিশন আর কোনো দিন দেশে আসবে না মন্তব্য করে ফারুক বলেন, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রেতাত্মারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে।

এ সময় নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের মাধ্যমেই নির্বাচন কখন হবে সেটি নির্ধারণ হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *