Home রাজনীতি মনের গহীনে লুকানো চাপা কষ্ট প্রকাশ সাবেক শিবির সভাপতির
সেপ্টেম্বর ২৫, ২০২৪

মনের গহীনে লুকানো চাপা কষ্ট প্রকাশ সাবেক শিবির সভাপতির

বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলি আহসান জোবাইদ ফেসবুক পোস্ট দিয়েছেন।  পোস্টে ঢাবির সাধারণ ছাত্রদের ওপর যেসব নির্যাতন হয়েছে তার কিছু তথ্য তুলে ধরেছেন এই শিবির নেতা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে সামাজিকমাধ্যম ফেসবুকে ছাত্রলীগের নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন তিনি।যুগান্তর পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো-

‘‘কী ভয়ের মাঝে আমাদেরকে এই দীর্ঘ সময় পার করতে হয়েছে, সে কথা ভুলে যাইয়েন না এত দ্রুত প্লিজ।

প্রতিদিন নিজেকে লুকাতে হয়েছে। লুকাতে হয়েছে নিজের পরিচয়, লুকাতে হয়েছে নিজের রাজনৈতিক মতাদর্শ, লুকাতে হয়েছে পারিবারিক রাজনৈতিক পরিচয়, লুকাতে হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের (মাদ্রাসা) নাম, লুকাতে হয়েছে মনের ভাব, জমে থাকা সব ক্ষোভ, লুকাতে হয়েছে ফেসবুকের লাইক, কমেন্ট, স্ট্যাটাস। লুকাতে লুকাতে তো আমরা নিজেদেরই হারিয়ে ফেলেছিলাম। বুকে হাত দিয়ে কতজন বলতে পারবেন যে লুকাননি? কোথায় ছিলেন এতদিন আপনারা?

প্রতিদিন কত কষ্টকে লুকিয়েছি। গণরুমের নামে বসবাস অযোগ্য জায়গায় থাকার কষ্ট, গেস্টরুমের নামে বর্ণনাতীত সব নির্যাতনের কষ্ট, ক্যান্টিনের মানহীন খাবার খেয়ে কোনোরকম বেঁচে থাকার কষ্ট, ক্লাস-পরীক্ষা ফেলে বাধ্যতামূলক প্রোগ্রামে অংশ নেওয়ার কষ্ট, রাতে হল থেকে বের করে দেওয়ায় সারারাত নির্ঘুম রাত কাটানোর কষ্ট, রেজাল্ট ভালো না করতে পারার কষ্ট, রেজাল্ট খারাপ করিয়ে দেওয়ার কষ্ট, ভালো রেজাল্ট করেও শুধু রাজনৈতিক অবস্থানের কারণে শিক্ষক না হওয়ার কষ্ট। কী? লুকাননি এসব?

ছাত্রলীগের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কার সাহস ছিল?! ছাত্রলীগ কমিটিতে কিছু না বলেই নাম দিয়েছে, কার বাবার সাধ্য ছিল নাম কাটানোর?! কী পারা যেত না পেরেছেন আসলে?

ভুলে গেলেন কী করে এসব? শত শত নির্যাতিত শিক্ষার্থীদের ভুলে গেলেন! আবরারকে ভুলে গেলেন! নির্যাতনকারী আর নির্যাতিত ফারাক করতে ভুলে গেলেন!

দীর্ঘ ১৬ বছরের এই ভয় আর নিগ্রহের রাজত্ব সৃষ্টি যারা করল, নির্মম নির্যাতন চালাল তাদেরকে বিচারের মুখোমুখি করতে আসুন এক হয়ে লড়াই করি।’’

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *