নীতি সুদহার আরও বাড়ল
উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুদহার আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে।আগামীকাল (২৫ সেপ্টেম্বর) থেকে এটি কার্যকর হবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এ বিষয়ে অবহিত করতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
চলতি বছরে এ নিয়ে চতুর্থবারের মতো নীতি সুদহার বাড়ানো হলো।এর আগে গত ২৫ আগস্ট নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে গতকালই (সোমবার) এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, চলতি সপ্তাহে একবার এবং সামনের মাসে আরও একবার নীতি সুদহার বাড়ানো হবে।তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কনট্র্যাকশনারি মানিটরি পলিসি (সংকুলানমূলক মুদ্রানীতি) অব্যাহত থাকবে। চলতি সপ্তাহে একবার পলিসি রেট (নীতি সুদহার বাড়ানো) হবে। আগামী মাসেও একবার পলিসি রেট বাড়ানো হবে। আগামী মার্চ বা এপ্রিল নাগাদ মূল্যস্ফীতি পরিস্থিতি স্থিতিশীল হবে বলে আমি আশাবাদী।