Home সারাদেশ নলছিটিতে পিতার সন্ধান চেয়ে সন্তানদের সংবাদ সম্মেলন।
সেপ্টেম্বর ২৩, ২০২৪

নলছিটিতে পিতার সন্ধান চেয়ে সন্তানদের সংবাদ সম্মেলন।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি প্রতিনিধিঃ
নলছিটি উপজেলার ৫ নং সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর গ্রামের বাসিন্দা মোঃ মোহাম্মদ আলী (৬৫) গত ৭ সেপ্টেম্বর মাগরিব নামাজ বাদ তিনি নিখোঁজ হয় বলে অভিযোগ করেন। কোথাও খোজ খবর না পেয়ে এবিষয়ে গত ৮/৯/২৪ ইং তারিখে নলছিটি থানায় একটি সাধারন ডায়েরি করেন (জিডি নং ৩১২) ভুক্তভোগী পরিবার।
কিন্ত ১৬ দিন পার হলেও কোন প্রকার সন্ধান না পেয়ে, নিখোঁজ মোহাম্মদ আলীর সন্তানরা আজ ২২ সেপ্টেম্বর রোজ রবিবার দুপুর ১ টায় নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
এসময়  তার মেয়ে লাকি আক্তার অভিযোগ করে বলেন, আমার পিতা ঘটনার দিন মাগরিবের নামাজ শেষ করে খালি গায়ে টর্চ লাইট ও মোবাইল নিয়ে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। এখানে উল্লেখ থাকে যে, আমাদের বাড়িতে অবস্থিত মসজিদেই তিনি মাগরিবের নামাজ আদায় করেছেন। সেদিন তিনি নিজেই নামাজে ইমামতি করেছেন। বিষয়টি মুসল্লিরা আমাকে আমাদেরকে জানিয়েছেন।
আমার পিতা নিখোঁজ হওয়ার আগে গত ০৩/০৯/২০২৪ইং তারিখ আমার চাচাতো ভাই মো. নয়ন হাওলাদার ও রিপন হাওলাদার,উভয় পিতাঃ মৃত-আঃ কুদ্দুস হাওলাদার,তাহারা দুইজনে মিলে বিয়ের অনুষ্ঠানের কথা বলে নিজেদের সাথে অটোরিকশায় বরিশাল তার মামার বাসায় নিয়ে যান। যদিও সেখানে কোন অনুষ্ঠান ছিল না। পরে তারা আমার বাবাকে একরাত রেখে পরেরদিন আমাদের বাড়ীতে পাঠিয়ে দেন।
গত ৭ তারিখে আমাদের পিতা নিখোঁজ হওয়ার পর আমাদের চাচাতো ভাইদের এ বিষয়ে জানতে চাইলে তখন তারা বলে যে, আমরা তোমাদের পিতাকে খুজে বের করে দিবো আমাদের দুইদিন সময় দেও। তাদের এই কথার ব্যাপারে দুইজন স্বাক্ষী রয়েছেন।
আমার পিতা নিখোঁজ হওয়ার পরেরদিন তার ব্যবহৃত জুতা আমাদের প্রতিবেশী জৈনিক মো. আকব্বর আলী হাওলাদারের ছেলে মো. কালাম হাওলাদার আমাদের বাড়ীর পাশ্ববর্তী হেরিংবন রাস্তায় তিনি পরিত্যক্ত অবস্থায় পেয়ে আমাদের নিকট হস্তান্তর করেন। এখানে উল্লেখ থাকে যে, আমাদের পিতা যেদিন নিখোঁজ হন সেদিন বিকেলে আমার চাচাতো ভাইয়েরা নিজ বাড়ীতে থাকলেও ঘটনার দিন রাতে তারা কেহ বাসায় ছিল না।
এখানে আরও একটি বিষয় উল্লেখ থাকে যে, উক্ত চাচাতো ভাইদের সাথে আমাদের পূর্বের থেকেই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
আমরা মনে করি আমার পিতা নিখোঁজের সাথে আমার চাচাতো ভাইয়েরাই জড়িত। আমরা প্রশাসন সহ সকলের কাছে সুদৃষ্টি কামনা করছি যাতে আমরা আমাদে পিতাকে ফিরে পেতে পারি।
তবে অভিযোগ এর বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে রিপন হাওলাদার কোন যথাযথ কোন জবাব দিতে রাজি হননি।
অভিযোগের বিষয়ে নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী জানান নিখোঁজের ব্যাপারে জিডি হয়েছে আমাদের অনুসন্ধান চলছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *