Home সারাদেশ নলছিটিতে  ২০১৮-২৪ সালের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
সেপ্টেম্বর ২১, ২০২৪

নলছিটিতে  ২০১৮-২৪ সালের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

বালী তাইফুর রহমান তূর্য ,নলছিটিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার ২০১৮ থেকে ২০২৪ সন পর্যন্ত অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আজ ১৯ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় নলছিটি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর, নলছিটি।
 সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব শিরিন আক্তার।
অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার শিরিন আক্তার ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক / শিক্ষিকা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকরা বক্তব্য রাখেন।
এসময়ে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অবসারপ্রাপ্ত শিক্ষকগন।
অনুষ্ঠান শেষে সকল বিদায়ী শিক্ষক ও শিক্ষিকার হাতে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব শিরিন আক্তার।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *