Home জাতীয় যাদের হাতে রক্ত তারা ক্লাসে বসার সুযোগ পেতে পারে না
সেপ্টেম্বর ১৯, ২০২৪

যাদের হাতে রক্ত তারা ক্লাসে বসার সুযোগ পেতে পারে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।  বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুঃখ প্রকাশ ও ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘মব কিলিংকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সঠিক তথ্যসহ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান থাকবে। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারীদের তথ্য সংগ্রহ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে দেওয়া এবং বিশ্ববিদ্যালয় থেকেও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাই। যাদের হাতে রক্ত লেগে আছে, তারাই আবার বিশ্ববিদ্যালয়ের ক্লাসে এসে বসার সুযোগ পেতে পারে না।’

এ হত্যায় জড়িতের অভিযোগে ৩ শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।  তারা হলেন—ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া; মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন; পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মোত্তাকিন সাকিন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *