Home সারাদেশ মোরেলগঞ্জে দুর্নীতির অভিযোগ ও ফ্যাসীবাদের দোসর আখ্যা দিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের  দাবিতে  মানববন্ধন
সেপ্টেম্বর ১৯, ২০২৪

মোরেলগঞ্জে দুর্নীতির অভিযোগ ও ফ্যাসীবাদের দোসর আখ্যা দিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগের  দাবিতে  মানববন্ধন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:

বাগেরহাট  জেলার মোরেলগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শর্মী রায়ের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী শতাধিক সেচ্ছাসেবকবৃন্দ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।ভুক্তভোগী কর্মচারীবৃন্দ এবং করোনাকালীন সময়ে নিয়োজিত সেচ্ছেসবক সহ স্থানীয়রা এই মানববন্ধনে অংশ নেয়। এ সময়ের মানববন্ধন কর্মসূচি অংশগ্রহণকারীরা ডাঃ শর্মী রায়ের পদত্যাগ ও করোনাকালীন সময়ে তাদের নায্য প্রাপ্র্যতা ফিরিয়ে দিতে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর দাবি জানান। মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে  অবস্থানরত মানববন্ধনে অংশগ্রহনকারী  ডাঃ শর্মী রায়ের বিরুদ্ধে অভিযোগ এনে হাতে ব্যানার নিয়ে অংশ নিতে দেখা যায়।  ভুক্তভোগী সেচ্ছাসেবকদের দাবি ডাঃ শর্মী রায়ের পদত্যাগ এবং তাকে আওয়ামী ফ্যাসিবাদের দোসর উল্লেখ করে ব্যানের তার ছবি এবং হাসপাতালের সরকারি ঔষধ গরীবদের না দিয়ে হাসপাতালে রেখে মেয়াদউর্তীন করা,নৌ এম্বুলেন্স সংস্কার বাবদ অর্থ আত্মসাৎ সহ নানাবিধ বিষয়ে অভিযোগ এনে ডাঃ শর্মী রায়ের পদত্যাগ দাবি করেন ।
এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা বলেন, করোনাকালীন সময়ে সেচ্ছাসেবকদের তালিকা আমি পাই নি,আমি এখানে এসে যে তালিকা পেয়েছি সেটা দেখে টাকা বিতরণ করেছি।
(এস.এম. সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট সংবাদদাতা                     
০১৯১১২১১৯৬৫/০১৭১১৩৭৭৪৫০
১৯/০৯/২০২৪

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *