Home সারাদেশ বন্যা দুর্গতদের জন্য গুইমারায় এক টাকায় বাজার
সেপ্টেম্বর ১৯, ২০২৪

বন্যা দুর্গতদের জন্য গুইমারায় এক টাকায় বাজার

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
বন্যা দুর্গতদের জন্য গুইমারায় এক টাকায় বাজার নিয়ে নিম্ন আয়ের মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন।

গত১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১১ টায়গুইমারা কলেজ মাঠে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে সারাদেশে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের জন্য ত্রাণের বিপরীতে একটি অভিনব বাজার পরিচালনা করে থাকে যার নাম ‘এক টাকায় বাজার’ এর উদ্দেশ্য বলে জানান বিদ্যানন্দ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,গুইমারা ২৪ আর্টিলারি ব্রিগেড ও কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

প্রধান অতিথি বলেন, বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষগুলো পাশে দাঁড়ানোর প্রয়াসকে সাধুবাদ জানিয়ে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার।

এ সময় তিনি পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকলকে শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।

এতে উপস্থিত ছিলেন, গুইমারা সেনা রিজিয়নের জিটুআই মেজর মিয়ান সাইফুল ইসলাম পিএসসি, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান মাহমুদ, এসপিপি, পিএসসি, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মো. জামাল উদ্দিন, সমন্বয়ক মোবারক হোসেনসহ সেনাবাহিনীর নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।

গুইমারা সেনা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে এই আয়োজন করেছে। সেই বাজারে প্রতিটি পণ্যের দাম মাত্র ১ টাকা। প্রায় ১৯ ধরনের পণ্যের মধ্যে থেকে বাছাই করে অনধিক ৭ টি পণ্য বাছাই করে নিতে পারবেন যার বাজার মূল্য আনুমানিক প্রায় ১ হাজার টাকা। মোট ৫০০ পরিবার এই সুবিধার আওতায় আনা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

গুইমারা, মাটিরাঙ্গা, মানিকছড়ি, রামগড় ও লক্ষীছড়ির বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘরে ঘরে গিয়ে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকরা উপকারভোগিদের মাঝে টোকেন বিতরণ করে। বাছাইয়ের ক্ষেত্রে নারী, দিনমজুর, কৃষক ও বিধবাদের অগ্রাধিকার দেয়া হয়। গুইমারা সদর বাদে অন্যান্য এলাকা থেকে আসা যাওয়ার জন্য ‘ফ্রি গাড়ি সার্ভিস দেয়া হয়েছে। বাজারের পাশপাশি ১০ টি পরিবারে পুনর্বাসন সামগ্রী তুলে দেয়া হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *