Home সারাদেশ নলছিটিতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সেপ্টেম্বর ১৯, ২০২৪

নলছিটিতে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে থানা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বুধবার বিকেলে থানা প্রাঙ্গনে আইন শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী, উপজেলার ২৩টি পূজা মন্ডপের সভাপতি /সাধারণ সম্পাদক ও নলছিটি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা অংশ গ্রহন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি মো. মজিবর রহমান,সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস, উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন শাহীন,পৌর যুবদলের আহবায়ক রুস্তম শরীফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আদিফ হাসান প্রমুখ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *