Home বিনোদন প্রেমের প্রস্তুতি নিচ্ছেন আমিরপুত্র-শ্রীদেবীকন্যা
সেপ্টেম্বর ১৮, ২০২৪

প্রেমের প্রস্তুতি নিচ্ছেন আমিরপুত্র-শ্রীদেবীকন্যা

বলিউডের স্টারকিডরা তাদের বাবা-মা’র সৌজন্যে প্রায়ই লাইমলাইটে থাকেন। এদিকে গত কয়েকবছরে বলিউডে আত্মপ্রকাশ করেছেন একঝাঁক তারকা সন্তান। যদিও সেগুলোর বেশিরভাগই মুক্তি পেয়েছে ওটিটি-তে।

আমির খানের ছেলে জুনেইদ খানের প্রথম ওটিটি সিনেমা ‘মহারাজ’, অন্যদিকে নেটফ্লিক্সের ‘দ্য আর্চিস’-এর সঙ্গে পথচলা শুরু হয়েছে শ্রী দেবীর ছোট মেয়ে খুশি কাপুরের। এবার একসঙ্গে বড়পর্দায় হাজির হচ্ছেন আমির পুত্র ও শ্রীদেবী কন্যা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক অদ্বৈত চন্দনের রোম্যান্টিক সিনেমায় দেখা মিলবে জুনেইদ খান ও খুশি কাপুরের। অর্থাৎ বড়পর্দায় জমবে খুশি-জুনেইদের প্রেম।

অভিনয়ে অভিষেক করে এ দুজন স্টারকিড নিজ নিজ অবস্থানে সফলতার ছাপ রেখেছেন। ‘মহারাজ’ জুনেইদের অভিনয় দক্ষতা মন ছুঁয়েছে দর্শকের। অন্যদিকে খুশি তার স্টাইলিস অ্যাপিয়ারেন্সের জন্য প্রশংসা কুড়িয়েছেন।

যদিও দুজনের আসন্ন ছবির নাম এখনও ঘোষণা করা হয়নি এবং তবে কবে বড়পর্দায় দেখা যাবে দুজনকে, সেই দিনক্ষণ আজ জানিয়ে দিয়েছে নির্মাতারা।

জানা যায়, তামিল সিনেমা লাভ টুডে -র রিমেক করা হবে খুশি ও জুনায়েদ অভিনীত সিনেমাটি। এটি আগামী ফেব্রুয়ারির ৭ তারিখে অর্থাৎ ভ্যালেন্টাইনস ডের ঠিক আগের সপ্তাহে মুক্তি পাবে।

সিনেমার পোস্টারেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটি নিউ এজ লাভ স্টোরি হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *