Home সারাদেশ বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের বিরোধে একই পরিবারের গৃহিনীসহ ৩ জনকে পিটিয়ে জখম
সেপ্টেম্বর ১৭, ২০২৪

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের বিরোধে একই পরিবারের গৃহিনীসহ ৩ জনকে পিটিয়ে জখম

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের বিরোধের জের ধরে একই পরিবারে ১ গৃহিনীসহ ৩ জনকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকেল ৫ টার দিকে পুটিখালী ইউনয়নের শহীদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মারপিটে আহত পুটিখালী গ্রামের রাসেল মল্লিক (৩৬) তার ভাই নাসির মল্লিক (৪২) ও তার স্ত্রী তানজিলা খাতুনকে(৩৮) মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রাসেল মল্লিককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগে জানা গেছে, ঘটনার দিন মৎস ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে মৃত আব্দুল কাদের মল্লিকের ছেলে সাব রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক তরিকুল ইসলাম রাসেল ও তার পরিবারের লোকজন নিকটস্থ শহীদ মার্কেট এলাকায় কেনাকাটার জন্য গেলে একই এলাকার সিরাজুলের নেতৃত্বে ১৮/২০ জনের একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপরে হামলা চালায়। হামলাকারিরা রাসেল মল্লিককে পিটিয়ে, কুপিয়ে ও গোপনাঙ্গ চেপে গুরুতর আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সিরাজুল ওরফে শেরেকুল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কারো উপরে হামলা করিনি। উল্টো আমাদের মার্কেটে ভাড়াটিয়া লোকজন নিয়ে নাসির মল্লিক ও তার ভাই হামলা চালিয়েছে। আমার বৃদ্ধ পিতাকেও আহত করেছে। হামলার বিচার চেয়ে আমরা থানায় অভিযোগ করেছি।

থানা অফিসার ইনচার্জ মো. সামসুদ্দিন বলেন, শহীদ মার্কেট এলাকায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা শুনে তাৎক্ষনিক পুলিশ ও সেনা বাহীনির একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
(এস.এম. সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট সংবাদদাতা                     
০১৯১১২১১৯৬৫/০১৭১১৩৭৭৪৫০

তাং- ১৭.০৯.২৪

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *