Home বানিজ্য রেমিট্যান্স বাড়ায় চাপ কমেছে রিজার্ভে
সেপ্টেম্বর ১৬, ২০২৪

রেমিট্যান্স বাড়ায় চাপ কমেছে রিজার্ভে

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে পাঠানো রেমিট্যান্সের পালে ইতিবাচক হাওয়া লেগেছে। চলতি মাসে সেপ্টেম্বর মাসের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি ডলার। এর ধারাবাহিকতায় কেন্দ্রীয় ব্যাংক প্রায় নিশ্চিত চলতি মাসেই ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসছে। গত আগস্টে এসেছিল ২২২ কোটি ডলার। এ মাসেও রেমিট্যান্স প্রবাহ তার চেয়ে বেশি আসতে পারে। রেমিট্যান্স বাড়ায় চাপ কমেছে রিজার্ভে।

রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়েছে। এবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধের পর রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের নিচে অর্থাৎ ১ হাজার ৯৪৪ কোটি ডলারে নেমে এসেছিল। গত বৃহস্পতিবার থেকে রিজার্ভ আবার বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে চলতি সপ্তাহেই রিজার্ভ আবার বেড়ে যাবে।

এদিকে বকেয়া বৈদেশিক দেনা পরিশোধ করার কারণে রিজার্ভে কিছুটা চাপ আছে। তবে আগের চেয়ে অনেক কমেছে। এদিকে বকেয়া রপ্তানি আয় দেশে আনারও জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কিছু বকেয়া রপ্তানি আয় দেশে আসতে শুরু করেছে। এতে রিজার্ভের ওপর চাপ দ্রুত কমে যাবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *