Home জাতীয় সাবেক ভূমিমন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
সেপ্টেম্বর ৭, ২০২৪

সাবেক ভূমিমন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার বিকেলে নগরের কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার বাদি মো. জাহাঙ্গীর আলম দস্তগীর। তিনি কর্ণফুলীর এ জে চৌধুরী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক।

মামলার অন্য আসামিরা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী (৩৮), কর্ণফুলী এ জে চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জসীম উদ্দিন (৫২),সমীর রঞ্জন নাথ (৪৫), মনোয়ারা বেগম (৪২), শামীমা আক্তার চৌধুরী (৪৭), মোস্তফা মো. ইমরান (৩৮), মনসুরুল আনোয়ার (৫৮), জয়সেন বড়ুয়া (৫০), এম এ সেলিম (৫৫), আবদুস সালাম (৬২), ছোটন দত্ত (৪৫), আবুল কাশেম (৫০), মোক্তার আহাম্মদ লেদু (৪৮), ইলিয়াছ, আবু সৈয়দ, কাজী মহিউদ্দিন (৫০) ও মো. ইয়াকুব (৫০)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে নিউমার্কেট এলাকায় যান মামলার বাদি জাহাঙ্গীর আলম দস্তগীর। ওইদিন দুপুরে কোতোয়ালী থানার পশ্চিমে বাংলাদেশ ব্যাংকের সামনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নির্দেশে অন্য আসামিরা দস্তগীরকে গুলি করেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে জনকে আসামি করা হয়েছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *