Home সারাদেশ বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশন
সেপ্টেম্বর ১, ২০২৪

বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশন

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী থেকে-
দেশের দক্ষিণ অঞ্চলের কুমিল্লা জেলা, লাকসাম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় বানভাসি ১২০ পরিবারের পাশে দাঁড়িয়েছে রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশন।
দেশের বিভিন্ন জেলা বন্যা কবলিত হওয়ায় বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগিতা করা এবং চলমান বন্যা মোকাবিলায় কুমিল্লা জেলার, লাকসাম উপজেলা প্রত্যন্ত গ্রামে বন্যাকবলিত পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
কুমিল্লা, লাকসাম উপজেলার প্রত্যন্ত গ্রামে ১২০ পরিবারকে মুড়ি, চিড়া, গুড়, পানি, মোমবাতি, ওরস্যালাইন, বিস্কুট ও ঔষুধসামগ্রী বিতরণ করা হয়।
এ বিষয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশন প্রতিষ্টাতা সভাপতি এম.এ কাউছার আহমেদ
সাংবাদিকদের বলেন-বন্যায় চরম সংকটের মধ্যে দিনযাপন করছেন সাধারণ মানুষ এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরতরা। আমরা শুধু চেয়েছি বন্যার্তদের সহায়তায় তাদের পাশে দাঁড়াতে।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে খাবার, পানি এবং সুরক্ষা সামগ্রীর অভাব দেখা দিয়েছে বিভিন্ন জেলায়। আর বন্যার্তদের সহায়তায় একযোগে সরকারের সাথে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক এবং ব্যবসায়ীক প্রতিষ্ঠান।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *