Home সারাদেশ মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত
Ogos ৩১, ২০২৪

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের  গতকাল সন্ধ্যায় এক জরুরি সাধারণ সভায় আগের কমিটি বিলুপ্তি করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শিব সজল যীশু ঢালীর সভাপতিত্বে জরুরি সাধারণ সভায় এইচ এম শহিদুল ইসলাম(দৈনিক ভোরের কাগজ ,দৈনিক আমার সংবাদ ও দৈনিক  প্রবাহ)আহ্বায়ক এবং শামীম আহসান মল্লিককে (দৈনিক ভোরের দর্পন দৈনিক লোক সমাজ এস.টিভি ) সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।এছাড়া এ কমিটির সদস্য পদে যথাক্রমে  আবু সালেহ (দৈনিক খোলা কাগজ) এস এম সাইফুল ইসলাম কবির,( দৈনিক স্বদেশ প্রতিদিনও দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক সংবাদ প্রতিদিন ,আমাদের প্রতিনিধিও ডেইলি অবজারভার),এম এ জলিল ( দৈনিক ভোরের ডাক) ডা: রমিজ উদ্দিন শেখ (দৈনিক প্রভাত),কেএম শহিদুল ইসলাম ( দৈনিক দেশের কন্ঠ),মেজবাহ ফাহাদ ( দৈনিক ইনকিলাব)মোঃ নাজমুল তালুকদার (ডেইলি কান্ট্রিটুডে দৈনিক ফুলতলা প্রতিদিন) এখলাস শেখ, (দৈনিক গণমানুষের আওয়াজ. দৈনিক প্রজম্ম৭১,দৈনিক ক্রাইম তালাশ)মোঃরফিকুল ইসলাম,(দৈনিক আমার একুশ) মোঃ তাজুল ইসলাম (দৈনিক স্বাধীন বাংলা) ।মোঃ আলী হায়দার সগীর, (দৈনিক অর্নিরবান)।
(এস.এম. সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট সংবাদদাতা                     
০১৯১১২১১৯৬৫/০১৭১১৩৭৭৪৫০
তারিখ :২৯.০৮.২০২৪।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *