Home সারাদেশ নলছিটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া।
Ogos ২৮, ২০২৪

নলছিটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৭ আগষ্ট) আসরবাদ নলছিটি পাবলিক লাইব্রেরিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর ৪৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী সাহাদাত হোসেন, তারুণ্যের নলছিটির আহবায়ক ও প্রতিষ্ঠাতা মোঃ খালেদ সাইফুল,বিডি ক্লিন এর নলছিটি উপজেলার সমন্বয়ক মোঃ মারজান খান, উপস্থাপনায় ছিলেন মোঃ মেহেরাব হোসেন রিফাত প্রমুখ।
এসময় নলছিটি তারুন্যের নলছিটির প্রতিষ্ঠাতা খালিদ সাইফুল্লাহ কবি নজরুল ইসলাম এর জীবনী নিয়ে আলোকপাত করে বলেন। নজরুল ইসলাম কে আমরা ধারন করি। তার বিদ্রোহী কবিতা আজও আমাদের বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত করে। তিনি ছিলেন সাম্যের কবি তিনি ছিলেন ধর্মনিরপেক্ষতার জলন্ত উদাহরন।
আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তারুণ্যের নলছিটি কুলকাঠির ইউনিয়নের সমন্বয়ক মোঃ মিরাজ হোসেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *