Home সারাদেশ বাগেরহাটের সুন্দরবনের উপকূলীয় পানগুছি নদী থেকে মৃত ডলফিন উদ্ধার  
Ogos ২৪, ২০২৪

বাগেরহাটের সুন্দরবনের উপকূলীয় পানগুছি নদী থেকে মৃত ডলফিন উদ্ধার  

এস.এম.  সাইফুল ইসলাম কবির ,বাগেরহাট:

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদী থেকে জোয়ারের পানিতে ভেসে আশা একটি মৃত ডলফিন উদ্ধার করেছে জেলেরা। শুক্রবার  পুরাতন থানা নদীর তীরবর্তী খেয়াঘাট এলাকা থেকে। উদ্ধারকৃত মৃত ডলফিনের ওজন ৮ কেজি বলে স্থানীয়রা জানান।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকৃত জেলে মোরেলগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ড বারইখালী গ্রামের বাসিন্দা কবির হোসেন ও মো. সোহেল জয় জানান, বাড়ির সামনে নদীরঘাটে জাল তুলতে গেলে দূর থেকে কালো রংয়ের একটি প্রাণী ভেসে আসছে দেখে হাটু পানিতে নেমে কুলে উঠিয়ে দেখা যায় প্রাণীটি হল মৃত ডলফিন।
স্থানীয় লোকজন ডলফিনটিকে দেখতে ভীড় জমায়। ডলফিনটির ওজন ৮ কেজি। পরবর্তীতে মৃত ওই ডলফিনকে মাটি চাপা দেয় স্থানীয়রা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *