Home সারাদেশ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মোরেলগঞ্জে ছাত্রজনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Ogos ২৪, ২০২৪

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মোরেলগঞ্জে ছাত্রজনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এস.এম.  সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:

ভারতীয় আগ্রসনের বিরুদ্ধে বাগেরহাটের মোরেলগঞ্জে ভারত বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্রজনতা।
শুক্রবার বিকেলে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্রজনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি সরকারি সিরাজ উদ্দিন  মেমোরিয়াল কলেজ সড়ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চৌরাস্তা মোড়ে সমাবেশে বক্তৃতা করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. নাজমুল হাসান তাজিম, মহিবুল ইসলাম অনি, সায়মন জিয়ন, মেহেদী হাসান রুবেল, মহিদুল খান, মেহেরাব আলম অপিসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভা থেকে বক্তারা বলেন, ভারত থেকে বাঁধ খুলে দিয়ে এ পর্যন্ত তারা দেশের ১৩ জেলা পানিতে তলিয়ে দিয়েছে। ভারতীয় এ ধরণের আগ্রাসণ বন্ধের দাবি জানানো হয়। এ আগ্রাসণ বন্ধ না করলে ভারতের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক বিচ্ছেদ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে সভা থেকে।
(এস.এম. সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট সংবাদদাতা                     
০১৯১১২১১৯৬৫/০১৭১১৩৭৭৪৫০

তারিখ -২৪.৮.২০২৪।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *