Home সারাদেশ নড়াইলের মাইজপাড়ায় গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন 
Ogos ২৪, ২০২৪

নড়াইলের মাইজপাড়ায় গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন 

নাহিদ হাসান মুন্না

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার মাইজপাড়ায় গণঅধিকার পরিষদের একটি কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট)  বিকেল সাড়ে চারটায় মাইজপাড়া বাজারে  কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রেজাউল ইসলাম। উদ্বোধন শেষে আলোচনা সভায় দেশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মাইজপাড়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. পান্নু মোল্যার সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল করিম, সদস্য মনিরুল মওলা সুবজ, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব জামাল খান,সাংগঠসনিক সম্পাদক ইবাদত সরকার, যুব অধিকার পরিষদের সভাপতি মাহবুব হোসেন মিলন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মনিরুল মোল্যাসহ আরও অনেকেই।

নাহিদ হাসান মুন্না

২৪/০৮/২৪

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *