Home সারাদেশ নলছিটিতে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন।
Ogos ২৪, ২০২৪

নলছিটিতে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন।

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি( ঝালকাঠি) সংবাদদাতা:
ঝালকাঠির নলছিটিতে ইউপি চেয়ারম্যানকে আপসারনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার(২৪ আগষ্ট) সকাল দশটায় উপজেলার কুলকাঠি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজোলা আওয়ালী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সকাল দশটায় কুলকাঠি ইউনিয়ন পরিষদ সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে শতশত মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুলকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ খোকন মেম্বার, যুবদল সভাপতি মজিদ তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান লাবু, যুবদল নেতা মোঃ খসরুল আলম,মায়েল, রুবেল,ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ কামাল হোসেন মল্লিক, কুলকাঠী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুল ইসলাম মল্লিক এবং ছাত্র দলের সভাপতি মোঃ রাসেদ হাওলাদার,এবং এসময় কুলকাঠী ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া এই বাচ্চু এলাকায় নানান অনিয়ম ও দূর্নীতির সাথে যুক্ত ছিলেন। জড়িয়েছেন ধর্ষণের মতো নারী কেলেংকারীতে কিন্তু ক্ষমতাসীন হওয়ায় বিভিন্ন সময় পার পেয়ে গেছেন।আমরা বর্তমান সরকারের কাছে এই চরিত্রহীন ও দূর্নীতির বরপুত্রের চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বছরখানিক আগে এই চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের মামলাও হয়েছিলো,যে অভিযোগে তিনি কারাগারেও ছিলেন,কিন্তু ততকালীন সাংসদ আমির হোসেন আমুর ঘনিষ্ঠ হওয়ায় প্রভাব খাটিয়ে মামলা থেকে রেহাই পান।
কুলকাঠি ইউনিয়ন চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু এলাকায় না থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই সে গাঁ ঢাকা দিয়েছেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *