Home জাতীয় সেই নাফিজকে নিয়ে আবেগঘন পোস্ট, যে শপথ নিলেন উপদেষ্টা আসিফ
Ogos ২০, ২০২৪

সেই নাফিজকে নিয়ে আবেগঘন পোস্ট, যে শপথ নিলেন উপদেষ্টা আসিফ

কলেজছাত্র গোলাম নাফিজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটে পুলিশের গুলিতে নিহত হন।

এবার তাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি সোমবার রাতে ফেসবুক আইডিতে লিখেছেন, ‘টুকরিতে করে নিয়ে ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল, তখনো বেঁচে থাকা রক্তাক্ত নাফিসকে’— নাফিসের বাবা। সন্ধ্যায় নাফিসের পরিবারের কাছে গিয়েছিলাম নাহিদ ভাইসহ।

আসিফ আরও লিখেছেন, সবেমাত্র এসএসসি শেষ করে কলেজে ভর্তি হয়েছিল নাফিজ। কয়েকবার রাবার বুলেট লাগার পরেও দেশের জন্য জীবন দিতে এগিয়ে গিয়েছে। ছিনিয়ে এনেছে স্বাধীনতা, ফিরতে হয়েছে লাশ হয়ে।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা লিখেছেন, নাফিজদের আত্মত্যাগ সফল হতেই হবে। যেই স্বপ্নের দেশের জন্য নাফিজের মতো হাজারো শহিদ অকপটে বুলেট নিয়েছে বুকে, তা বাস্তবায়ন হবেই।

সবশেষে তিনি লিখেছেন, ৪ আগস্ট, ফার্মগেটে পুলিশের গুলিতে শহিদ হয় নাফিজ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *