কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিভতে বসেছে রায়হানের চোখের আলো।
বালী তাইফুর রহমান তূর্য, ঝালকাঠি (নলছিটি) প্রতিনিধি:
কোটা সংস্কার আন্দোলনে বরিশালে পুলিশের গুলিতে আহত হয়ে চোখ হারাতে বসেছে রায়হান নামের একজন ছাত্র।বরিশালের ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষার্থী ছিলো সে। বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের আন্দোলনের সময় বরিশাল নগরীর চৌমাথায় পুলিশের গুলিতে ডান চোখে রাবার বুলেটের স্প্রিন্টারের আঘাত লাগে এবং দুটি স্প্রিন্টার চোখের ভিতরে এখনো রয়ে গেছে।দ্রুত তার চোখের অপারেশন করাতে পারলে চোখটি ভালো হতে পারে।কিন্তু আর্থিক অনটনে থমকে গেছে তার চিকিৎসা, তাই মানবিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন তার পরিবার।
আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি চক্ষু হাসপাতালে তার একটি চোখে অপারেশন হয়েছে ৫ আগস্ট তারিখে।আগামী ১৮ তারিখে ধানমন্ডির ২৭ এর আই হসপিটালে দ্বিতীয়বার অপারেশন করে চোখে জেল দিয়ে চিকিৎসা চালিয়ে রাখতে হবে। পরবর্তীতে ইন্ডিয়া নিয়া চিকিৎসা করালে ভালো হবার সম্ভাবনা রয়েছে।আগামীকাল কালকে অপারেশনে প্রায় ৬০ হাজার টাকা লাগবে কিন্তু এখন পর্যন্ত টাকার কোনো ব্যবস্থা হয়নি বলে জানিয়েছে তার পরিবার।সহযোগিতার হাত বাড়াতে পারেন আপনিও।
নাম:রায়হান খান,
পিতা: আনোয়ার খান
মাতা: মিনারা বেগম
গ্রাম:সোলনা
থানা: এয়ারপোর্ট, বরিশাল।
তার পরিবার আর্থিকভাবে সচ্ছল নয়।তাই তার পাশে দাঁড়াতে হবে সকলের সম্মিলিত প্রচেষ্টায়।
যোগাযোগ করতে পারেন, রায়হান খান:
01790869328
বাবা আনোয়ার খান: 01716801852