Home সারাদেশ মোরেলগঞ্জে বিএনপি অবস্থান কর্মসূচি সমাবেশ অনুষ্ঠিত
Ogos ১৭, ২০২৪

মোরেলগঞ্জে বিএনপি অবস্থান কর্মসূচি সমাবেশ অনুষ্ঠিত

এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল, পথসভা ও অবস্থান কর্মসূচি সমাবেশ করেছেন জাতীয়তা বাদি দল বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বনগ্রাম ইউনিয়ন পরিষদ চত্ত¡রে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মোরেলগঞ্জ-শরণখোলা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
সমাবেশে উপজেলা বিএনপি নেতা বনগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার মোল্লার সভাপতিত্বে বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম,  জেলা হিন্দু বৈদ্য ঐক্যপরিষদের নেতা প্রদীপ কুমার সন্তু, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, গিয়াস উদ্দিন তালুকদার, এফ এম শামীম আহসান, আসাদুজ্জামান মিলন, হোগলাপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু, বনগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাধন কুমার চক্রবর্তী, শিক্ষক অলোক কুমার কুন্ডু, বিএনপি নেতা মিজানুর রহমান ডিয়ার বক্তৃতা করেন। সভাটি সঞ্চালনা করেন বিএনপি নেতা ফকির রাসেল আল ইসলাম।

(এস.এম. সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট সংবাদদাতা
০১৭১১৩৭৭৪৫০ /০১৯১১২১১৯৬৫                                                                                                            

তারিখ-১৬.৮.২০২৪।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *