Home সারাদেশ বাগেরহাটের শরণখোলায় দেশের ডাক’র প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা 
Ogos ১৭, ২০২৪

বাগেরহাটের শরণখোলায় দেশের ডাক’র প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলা 

এস.এম.  সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:

বাগেরহাটের শরণখোলায় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নাজমুল ইসলাম শেখ  গুরুতর আহত  হয়েছেন। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাজমুল ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দেশের ডাক পত্রিকার শরণখোলা প্রতিনিধি হিসেবে দায়ীত্ব পালন করছেন।

আহত সাংবাদিক নাজমুল শেখ জানান,  পেশাগত দায়ীত্ব পালন করে  সোমবার সন্ধ্যায় তাফালবাড়ি বাজার থেকে  বাড়ি ফিরছিলেন।  এসময় উপজেলার চালিতাবুনিয়া গ্রামের আজীজ পিয়নের ছেলে আলাউদ্দীনের নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী তার উপড় হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে স্বজনরা শরণখোলা হাসপাতালে ভর্তি করেন।  পূর্ব শত্রুতার জ্বের ধরে  হামলা করা হয়েছে বলে ধারণা করেন তিনি।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পল্লব বিশ্বাস জানান, আহত সাংবাদিকের ডান হাতে,কানে ও  বাম পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
(এস.এম. সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট সংবাদদাতা
০১৭১১৩৭৭৪৫০ তারিখ -১৩.০৯.২৪

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *