Home সারাদেশ “রাস্ট্র মেরামতে নাগরিক সমাজ” অনিয়ম,দুর্নীতি ও হয়রানি বন্ধে ছাত্র ও নাগরিকদের নতুন উদ্যোগ। 
Ogos ১৫, ২০২৪

“রাস্ট্র মেরামতে নাগরিক সমাজ” অনিয়ম,দুর্নীতি ও হয়রানি বন্ধে ছাত্র ও নাগরিকদের নতুন উদ্যোগ। 

বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি, প্রতিনিধি:
“রাস্ট্র মেরামতে সচেতন নাগরিক ছাত্র ও যুব সমাজ ” নলছিটি শহরের শৃঙ্খলা রক্ষা ও একটি মডেল নগরী গড়তে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে নলছিটি উপজেলার ছাত্র,যুবক ও নাগরিক সমাজ।আজ শুক্রবার বিকাল পাচটায় নগরীর শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্তরে এক আলোচনা সভায় তারা এ কথা জানান।
কোটা সংস্কার আন্দোলনের রক্তক্ষয়ী লড়াইয়ে সরকার পতনের পরে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়েছে রাস্ট্র মেরামতের জন্য।এরই প্রেক্ষিতে রাস্ট্রীয় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে অনিয়ম দুর্নীতি মুক্ত করতে,সেবা গ্রহনে নাগরিকদের হয়রানি বন্ধে এবং বিশৃঙ্খল নগরীতে শৃঙ্খলা ফেরাতে সেচ্ছাসেবীদের নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।সমাজকর্মী ও সুজন- সুশাসনের জন্য নাগরিক নলছিটি পৌর কমিটির সমন্বয়ক বালী তাইফুর রহমান তূর্য প্রতিবেদককে জানান,শিক্ষার্থী ও জনতার রক্তে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে সুযোগ করে দিয়েছে ভেঙে পরা রাস্ট্রীয় কাঠামো ঢেলে সাজানোর।আমরা এবার আর শহীদদের রক্তে অর্জিত এই স্বাধীনতা বৃথা যেতে দিতে পারি না।তাই অনিয়ম দুর্নিতী রুখতে এবং শৃঙ্খলা ফেরাতে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করতেই এই নাগরিক কমিটি করা হচ্ছে।এতে নগরীর সচেতন নাগরিক সমাজ, আন্দোলনকারী শিক্ষার্থী এবং বিভিন্ন স্তরের দেশপ্রেমিক জনতাকে নিয়ে একটি সেচ্ছাসেবী কমিটি গড়ে তোলা হচ্ছে।মূলত,নাগরিকদের সেবা নিশ্চিতে নানামুখী সহযোগিতামূলম কর্মকাণ্ডই এ কমিটির উদ্দ্যশ্য।এর মধ্যে অন্যতম হবে,নলছিটি উপজেলার বাস স্ট্যান্ডে শৃঙ্খলা ফেরানো।বাস এবং ভ্যানের জন্য পেছনের দিকে খালি যায়গা নির্ধারণ।শহরের মধ্যে বাদুরতলার রাস্তায় শৃঙ্খলা ফেরানো,রাস্তার জ্যাম রোধে সকল সবজির দোকান তাদের জন্য নির্ধারিত স্থান পুরান বাজারে স্থানান্তর ।
শহরের মধ্যে কোনো সবজির ভ্যান থাকবে না।এছাড়াও নলছিটির স্কুল, কলেজ সহ সকল সরকারী দপ্তরের যাতে অসহায় গরীব দুঃখী সহ সকল নাগরিকদের সাথে সুন্দর এবং ভলো ব্যবহার করে হয়রানি মুক্ত বিনা ঘুষে সেবা নিশ্চিত করা যায় সে লক্ষ্যে কাজ করা।
নলছিটি হাসপাতালের শৃঙ্খলা নিশ্চিতে সহযোগিতা, পরিচ্ছন্নতা,খাদ্যের মানউন্নয়নে এবং সেবা নিশ্চিতে কাজ করা। ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভরা যাতে রোগীদের পেসক্রিপশন টেনে ছবি না তোলে সেই ব্যবস্থা করা এবং নির্ধারিত সময় ছাড়া যেনো তারা হাসপাতালে না যান সেটি নিশ্চিত করা। হাসপাতালের খাবারের মান উন্নয়নে নিয়মিত তদারকি করা। বিভিন্ন এলাকার অতি গুরুত্বপূর্ণ যে সকল রাস্তা ভেঙে চলাচলের অযোগ্য হয়ে গেছে সেগুলো চলাচলের ব্যবস্থা করার করা।স্কুল থেকে ছাত্র রাজনীতি সম্পূর্ণ বের করে দেয়া।সকল শিক্ষার্থীদের শৃঙ্খলায় ফেরানো ও স্কুল কলেজের শিক্ষার্থীরা সন্ধ্যার পরে যাতে রাস্তায় আড্ডাবাজি না করে বাসায় পড়ার টেবিলে ফেরত যায় সেটি নিশ্চিতে কাজ করা।প্রবাসীদের বাড়িতে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় সেই সেবা নিশ্চিত করা।পুলিশ কাজে ফেরার আগ পর্যন্ত শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ চালিয়ে যাওয়া।রাতে পাহাড়ার ব্যবস্থা করা। এ ছাড়াও একটি হয়রানি দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন নিরাপদ নলছিটি গড়ে তুলতে বর্তমান চ্যালেঞ্জ হিসেবে হাতে নিয়েছে।নির্বাচিত সরকার আসার আগেই একটা মডেল নলছিটি উপজেলা উপহার দিতে তরুন ছাত্র ও যুব সমাজ উক্ত কর্মসূচি হাতে নিয়েছে।এ লক্ষ্যে অতি সিগ্রই তারা একটি সচেতন নাগরিক সমাজের কমিটি করে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কাজ শুরু করবেন বলেও জানা গেছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *