Home সারাদেশ নলছিটিতে গনহত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী।
Ogos ১৫, ২০২৪

নলছিটিতে গনহত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচী।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধি:
নলছিটি পৌরসভার শহীদ সেলিম চত্বরে আজ তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের নেতৃত্বে শিক্ষার্থীরা গনহত্যার বিচারের দাবিতে একটি অবস্থান কর্মসূচী পালন করেছে। এই কর্মসূচীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তাদের দাবি জানায় নতুনভাবে নলছিটি গড়ে তোলার।
জুলাই মাসে স্বৈরাচারী হাসিনা সরকার কর্তৃক নির্বিচারে শতশত শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। এই নৃশংস ঘটনার প্রতিবাদ এবং এর সাথে জড়িত সকলের বিচারের দাবিতে শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই কর্মসূচী আয়োজন করে।
কর্মসূচীতে বক্তব্য রাখেন তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও কনভেনর মোঃ খালেদ সাইফুল্লাহ। তিনি বলেন, “স্বৈরাচারী সরকারকে প্রতিহত করতে হলে আমাদের সকলকে একসাথে হতে হবে। গণতন্ত্রের পথে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।”
তিনি আরও ঘোষণা করেন, “নলছিটি উপজেলা থেকে সকল ধরনের অপরাধ, মাদক, চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস, ও দুর্নীতি মুক্ত করে একটি সুন্দর ও নিরাপদ উপজেলা গড়াই আমাদের অঙ্গীকার। আমাদের নলছিটি হবে এমন একটি স্থান, যেখানে সবার অধিকার এবং মর্যাদা সুরক্ষিত থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান তাহমিদ, লিমন হোসেন, মেহেরাব হোসেন রিফাত, দ্বীপ, মেহেদী, রামিম, সুমি, লিমা সহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এছাড়াও নলছিটি ডিগ্রি কলেজ, নলছিটি মার্চেন্টস স্কুলসহ অন্যান্য স্কুল কলেজের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেয়।
শিক্ষার্থীরা দৃঢ়ভাবে ঘোষণা দেন, যতক্ষণ না হত্যাকারীদের বিচার সম্পন্ন হবে, ততক্ষণ তাদের এই আন্দোলন চলবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *