Home বিনোদন ‘ধুম’ ফ্রাঞ্চাইজিতে শাহরুখ-অক্ষয়সহ আরও চমক
Ogos ১, ২০২৪

‘ধুম’ ফ্রাঞ্চাইজিতে শাহরুখ-অক্ষয়সহ আরও চমক

বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান আর অক্ষয় কুমার ‘ধুম ফোর’-এর মাধ্যমে এবার মুখোমুখি হবেন। এই সুপারহিট ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিকুয়েলের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন সিনেমাপ্রেমীরা। এতেই একাধিক বড়সড় চমক দিতে চলেছেন নির্মাতারা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর আগের সব সিক্যুয়ালে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে অভিষেক বচ্চনকে আর তার শিষ্য আলীর চরিত্রে উদয় চোপড়াকে।

শোনা যাচ্ছে, অভিষেকের বদলে নতুন কিস্তিতে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে দেখা যাবে। আর উদয়ের পরিবর্তে আসতে চলেছেন রাজকুমার রাও।

এছাড়া এসিনেমায় আরও অনেক চমক আছে বলে শোনা যাচ্ছে। ‘ধুম ফোর’ ছবিতে ক্যাটরিনা কাইফ ও নয়নতারার নাম উঠে এসেছে।

এই সিক্যুয়ালে ক্যাটরিনা নাকি পুলিশের ভূমিকায় থাকবেন আর তাকে অক্ষয় কুমারের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে। তবে ‘ধুম ফোর’-এ সবচেয়ে বড় চমক হতে চলেছে শাহরুখ খানের খল নায়কের ভূমিকায় আবির্ভাব।

সবকিছু ঠিকঠাক থাকলে বড় পর্দায় মিস্টার খিলাড়ি ও বাদশার মুখোমুখি সংঘাত দেখা যাবে। এর আগের সিক্যুয়ালগুলোতে ভিলেনের চরিত্রে জন আব্রাহাম, হৃতিক রোশন ও আমির খানের মতো তারকাদের দেখা গিয়েছিল।

শোনা যাচ্ছে, ‘ধুম ফোর’-এর চিত্রনাট্য আদিত্য চোপড়া ও সিদ্ধার্থ আনন্দ যৌথভাবে লিখেছেন। আর এ ছবি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *