Home জাতীয় ব্যাপক তল্লাশির মুখে সচিবালয়ে প্রবেশকারীরা
জুলাai ২৫, ২০২৪

ব্যাপক তল্লাশির মুখে সচিবালয়ে প্রবেশকারীরা

সাধারণ ছুটির পর আজ বুধবার সরকারি-বেসরকারি অফিস চার ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়েছে। এদিন প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রবেশে ব্যাপক তল্লাশি করতে যায়।

সরেজমিন দেখা যায়, সচিবালয়ের সামনে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া প্রবেশ পথে রয়েছে পুলিশের অনেক সদস্য। তারা ব্যাপক তল্লাশি করছেন তারা।

এছাড়া যারা ব্যাগ নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে চান, তাদের ব্যাগও তল্লাশি করা হয়। নারীদের তল্লাশি করার জন্য নারী পুলিশও কাজ করছেন।

এদিকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এতে খুলেছে অফিস-আদালত, রপ্তানিমুখী পোশাক কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠান। সড়ক, মহাসড়কগুলোয় যান চলাচল ইতোমধ্যে শুরু হয়েছে। আজ ও আগামীকাল সরকারি-বেসরকারি অফিস চলবে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত। ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ ৭ ঘণ্টা শিথিল করা হয়েছে। অন্যান্য জেলার ক্ষেত্রে নিজ নিজ কর্তৃপক্ষ (জেলা প্রশাসক) এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে গত শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার। যা এখনও বহাল আছে।

গত রোববার সরকারি চাকরির কোটা নিয়ে রায় দেন আপিল বিভাগ। রায়ের পর দিন এ সম্পর্কিত প্রজ্ঞাপন বিষয়ে অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *