Home সারাদেশ মোরেলগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ মাওলানা জহিরুল ইসলাম শ্রেষ্ঠ শিক্ষক
জুলাai ১৭, ২০২৪

মোরেলগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ মাওলানা জহিরুল ইসলাম শ্রেষ্ঠ শিক্ষক

এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :

খুলনা বিভাগের সর্ববৃহৎ হযরত পীর খানজাহান আলী (রঃ) স্মৃতি বিজড়িত বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা মাদ্রাসাপর্যায়ে   শ্রেষ্ঠ শিক্ষক সহকারি অধ্যাপক মাওলানা জহিরুল ইসলাম পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেন।                                                                                                                        আজ মঙ্গলবার ১৬ জুলাই বিকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত পুরস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুন্দরবন সাবসেক্টরের যুদ্ধকালীন  কমান্ডার উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান।অনুষ্ঠানে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ এবং জাতীয় শিক্ষা সপ্তাহে নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউটসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হলো।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ ।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম.তারেক সুলতান সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. এম সাইফুলআলম এর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন যুবলীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান  মো. রাসেল হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল জাবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল জাবির প্রমুখ।                                                                                                                                              শ্রেষ্ঠ শিক্ষক মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা জহিরুল ইসলাম।বিভিন্ন ইভেন্টে ১ম স্থান সহ বিভিন্ন পুরস্কার লাভ করে। বিশেষ কৃতিত্বের  তিনি   জাতীয়  পর্যায়ে  শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হতে পারেন সে বিষয়ে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।  মাওলানা জহিরুল ইসলাম মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা (আরবি প্রভাষক) হিসেবে যোগদান করেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, তিনিমোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায়ে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে সহকারি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি   প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত  ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছেন। তার দায়িত্ব গ্রহণের পর তিনি মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।তিনি বর্তমানে তিন সন্তানের জনক। ব্যক্তিগত জীবনে একজন সৎ, কর্মঠ, পরিশ্রমী ও বিনয়ী মাওলানা জহিরুল ইসলাম তাঁর প্রতি অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনে সর্বদা সচেতন ও দায়িত্ববান। এই কারণেই তিনি প্রতিষ্ঠানের একজন জনপ্রিয় শিক্ষক হিসেবে সুনাম ও সুখ্যাতি অর্জন করেছেন।

অনুভূতি জানতে চাইলে জনাব মাওলানা জহিরুল ইসলাম বলেন, এই অর্জন ও সম্মান আমার একার নয়, শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মীদের।

তাঁর সাফল্যে সম্মানিত  মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ সহ সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জাতীয় পর্যায়ের জন্য সকলে দোয়া চেয়েছেন। তিনি সকলের নিকট আশির্বাদ/ দোয়া প্রার্থী।
(এস এম সাইফুল ইসলাম কবির)
বাগেরহাট সংবাদদাতা ০১৯১১-২১১৯৬৫ তারিখ-১৭.০৭.২০২৪।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *