Home খেলা রদ্রি এখন ব্যালন ডি’অরের এক নম্বর ফেবারিট!
জুলাai ১৫, ২০২৪

রদ্রি এখন ব্যালন ডি’অরের এক নম্বর ফেবারিট!

ম্যানচেস্টার সিটির মিডফিল্ডের নিয়মিত মুখ রদ্রি। পেপ গার্দিওলার সর্বজয়ী দলের মধ্যমাঠের অন্যতম রত্ন এবার আন্তর্জাতিক ফুটবলেও সাফল্যের দেখা পেয়েছেন। ইউরোয় স্পেনের মধ্যমাঠ দাপিয়ে বেড়িয়েছেন। তারুণ্যে ঠাঁসা স্পেনের ইউরো জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে তাই মনে করছেন, আগামী ব্যালন ডি’অরের এক নম্বর ফেবারিট এখন রদ্রি। বার্লিনে ইউরো ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতার পর স্পেন কোচ বললেন, রদ্রিই এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়। এখনই ২৬ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারকে ব্যালন ডি’অর দিয়ে দেওয়া উচিত বলে মত তার।

ফাইনালের পর সংবাদ সম্মেলনে কোনো রাখঢাক না করেই স্পেন কোচ বলে দিয়েছেন, ‘আমার চোখে রদ্রিই বিশ্বের সেরা খেলোয়াড়। তাকে এখনই ব্যালন ডি’অরটা দিয়ে দিন, প্লিজ।’

রদ্রি সদ্য সমাপ্ত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন। এবার স্পেনকে ইউরো জেতানোয় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

তার সঙ্গে ব্যালন ডি’অরের দৌড়ে আছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। তবে ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদের এই দুই ফুটবলার ঘরোয়া লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও আন্তর্জাতিক পর্যায়ে তাদের কোনো সাফল্য নেই। তাই রদ্রির স্পেনের হয়ে ইউরো জয় ব্যালন ডি’অর পাওয়ার ক্ষেত্রে নির্ণায়ক হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে।

বেলজিয়ামের সাবেক ডিফেন্ডার ইয়ান ভার্তুগেন যেমন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এ লিখেই দিয়েছেন, ‘রদ্রি, ব্যালন ডি’অর নিশ্চিত হয়ে গেছে।’

উল্লেখ্য, ব্যালন ডি’অর পুরস্কার কে পাবেন, তা জানতে এখনো অনেক দেরি। কারণ এখনো তো মনোনয়নই ঘোষণা হয়নি। তবে আগামী সেপ্টেম্বরে ব্যালন ডি’অরের জন্য চূড়ান্ত মনোনয়ন ঘোষণা হতে পারে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *