Home সারাদেশ নলছিটিতে কৃষকদের মাঝে নারিকেল চারা, বীজ ও সার বিতরণ।
জুলাai ৮, ২০২৪

নলছিটিতে কৃষকদের মাঝে নারিকেল চারা, বীজ ও সার বিতরণ।

বালী তাইফুর রহমান তূর্য,নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে কৃষি প্রনোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে উফশী আমন ধান ও নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৭ হাজার ১শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।কৃষক প্রতি ১ বিঘা (৩৩ শতক) জমির জন্য ৫ কেজি উফশি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও এমওপি সার ১০ কেজি সহায়তা পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন খান সেলিম, উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন।
এছাড়া ২০২৩-২৪ অর্থ বছরে নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ১২০ জন উপকারভোগীসহ উপজেলার মোট ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে ৫টি করে নারিকেল চারা পাবেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *