Home জাতীয় গ্রিসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নাহিদা সুমনা
জুলাai ৩, ২০২৪

গ্রিসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নাহিদা সুমনা

বর্তমানে ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনাকে গ্রিসে পরবর্তী রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৩ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পেশাদার কূটনীতিক নাহিদা রহমান সুমনা ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে যোগ দেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক, সেবা ও কল্যাণ বিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের দায়িত্ব পালন ক‌রে‌ছেন।

এ ছাড়াও নাহিদা রহমান সুমনা ব্রাজিলের বাংলা‌দেশ দূতাবাস চার্জ ডি অ্যাফেয়ার্স, কানাডায় ভারপ্রাপ্ত হাইকমিশনার ও কাউন্সিলর, কলকাতা ডেপুটি হাইকমিশনে কাউন্সিলর ও ক্যানবেরায় প্রথম সচিবের দায়িত্ব পালন করেছেন।

নাহিদা রহমান সুমনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তি‌নি অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে কূটনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতকোত্তর এবং জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে পানি আইনে ফেলোশিপ অর্জন করেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *