নায়িকা ববির ব্যবসায়িক পার্টনারের মামলায় দুইজনের বিরুদ্ধে পরোয়ানা
ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববির ব্যবসায়িক পার্টনার আবুল বাশারের করা প্রতারণার মামলায় দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এ পরোয়ানা জারি করেন।
আসামিরা হলেন- আমান উল্লাহ আমান ও ইনতাকাবুল আলম।
বাদীপক্ষের আইনজীবী আনিসুজ্জামান গণমাধ্যমকে বলেন, আমান উল্লাহ আমান ও ইনতাকাবুল আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে গত ১৬ মে আদালতে মামলা করেন আবুল বাশার। আদালত মামলাটি গ্রহণ করে দুই আসামিকে আজ (২ জুলাই) আদালতে হাজির হতে সমন জারি করেন। কিন্তু আসামিরা আজ হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।