Home সারাদেশ উপজেলা প্রথম নারী চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ফেরদৌস ইসলাম!!
জুলাai ২, ২০২৪

উপজেলা প্রথম নারী চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ফেরদৌস ইসলাম!!

নরসিংদী জেলা-সাদ্দাম উদ্দিন রাজ
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম শপথ গ্রহণ করেছেন।৬ষ্ঠ উপজেলা পরিষদের ০৩য় ধাপের নির্বাচনে শিবপুর উপজেলা প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
সোমবার বিকালে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামকে ফুলেল শুভেচছা জানান উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম।
শপথ গ্রহণ পর তিনি তার ব্যক্তিগত গাড়ি করি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ও শ্রদ্ধা নিবেন করেন।তার সাথে উপস্থিত ছিলেন নরসিংদী-০৩ শিবপুর আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা।
এসময় শিবপুর উপজেলার নব-নির্বাচিত পুরুষ ভাইস চেয়ারম্যান ইফতেখার উদ্দিন নিপুন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা শপথ গ্রহণ করেন।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *