Home জাতীয় আগামী বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সময় জানালেন শিক্ষামন্ত্রী
জুলাai ১, ২০২৪

আগামী বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সময় জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ২০২৫ সালে এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে নেওয়া হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন (৩০ জুন) শেষে রোববার বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২৬ সালের এইচএসসি পরীক্ষা কীভাবে কম সময়ের মধ্যে নেওয়া যায় তা নিয়ে কাজ করছি।’

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা রোববার থেকে শুরু হয়েছে। বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

সাধারণত প্রতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হতো। ২০২০ সালের করোনাভাইরাস মহামারির কারণে পরীক্ষার সময় বদলে যায়। শিখন ঘাটতি মেটাতে করোনাভাইরাস পরবর্তী সময়ে এইচএসসি পরীক্ষা পিছিয়ে যায়।

শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে জানান, আগামী বছর থেকে আগের সময়ে যথারীতি পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *