নলছিটির কুশঙ্গল যুবদলের পদবঞ্চিতদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত। ১০ জনের পদত্যাগ।
বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি প্রতিনিধি(ঝালকাঠি)।
ঝালকাঠির নলছিটি উপজেলার ৬নং কুশঙ্গল ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পদবঞ্চিত নেতা কর্মীরা নবগঠিত কমিটিতে পক্ষপাতের অভিযোগ এনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন।
আজ বিকেলে মানপাশা বাজার মাঠে প্রতিবাদ সভা করে নবগঠিত কমিটির একাংশ ও পদবঞ্চিতরা। এতে সংবাদ সম্মেলনে সাংবাদিক দের উদ্দেশ্যে যুবদল নেতা ফয়সাল হোসেন অভিযোগ করে বলেন পক্ষপাত ও টাকার বিনিময়ে ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়ন করে যে কমিটি দিয়েছে সেই কমিটি আমরা প্রত্যাখ্যান করছি। বর্তমান কমিটিতে যারা পদ পদবী পেয়েছে তাদের অনেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। সদস্য সচিব সরাসরি বিএনপি বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত ছিলো। কিভাবে এরকম একটি একপেশে পক্ষপাত মূলক কমিটি হয় সেটা বোধগম্য না। এই কমিটি অর্থের লেনদেন ও পারিবারিক বলয় তৈরি করার জন্যই এমন কমিটি দিয়েছেন। সেই সাথে এই কমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি করার জন্য আবেদন করছি। আমরা মিডিয়ার মাধ্যমে নবগঠিত কমিটির ১০জন সদস্য পদত্যাগ করছি।
যুবদল নেতা সোহেল বলেন বহু ত্যাগী নেতাকর্মীদের বাদ রেখে টাকার বিনিময়ে উপজেলা আহবায়ক ও সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ন-আহবায়ক পকেট কমিটির অনুমোদন দেয় বলে অভিযোগ দেন তিনি।
এবিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব পলাশ সজ্জনের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন এসব অভিযোগ মিথ্যা বানোয়াট।