Home সারাদেশ খাগড়াছড়িতে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করেন ২৬০ জন
জুন ২৯, ২০২৪

খাগড়াছড়িতে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করেন ২৬০ জন

তাজু কান্তি দে, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলায় জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয় নতুন জনশুমারি রিপোর্ট অনুযায়ী খাগড়াছড়িতে বর্তমান জনসংখ্যা ৭ লাখ ১৪ হাজার ১১৯ জন।

প্রতি বর্গকিলোমিটারে বসবাস করেন ২৬০ জন।

গত বৃহস্পতিবার (২৭ জুন) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিপোর্টটি প্রকাশ করা হয়। তাতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপপরিচালক রিয়াসাদ উদ্দিন বলেন, জনশুমারি রিপোর্ট অনুযায়ী খাগড়াছড়িতে পাহাড়িদের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৩৯০ জন এবং বাঙ্গালির সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৭২৯ জন। জেলায় ৫০ দশমিক ০৭ শতাংশ পুরুষ এবং ৪৯ দশমিক ৯৩ শতাংশ নারী।

এদিকে ২০১১ সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা ছিল ৬ লাখ ১৪ হাজার।

এ সময় পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসি বেগম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিদারুল আলম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। পরে জনশুমারি রিপোর্ট বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *