Home খেলা দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টির বাগড়া, কপাল পুড়বে কার
জুন ২৪, ২০২৪

দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টির বাগড়া, কপাল পুড়বে কার

জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। সেই লক্ষ্যে বল হাতে প্রাথমিক কাজটা সেরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজকে বেধে ফেলেছে ১৩৫ রানে। এমন লক্ষ্যে প্রোটিয়াদের ব্যাটিংয়ের শুরুটা হয়নি ভালো। এরপরও জয়ে চোখ রাখছিল দলটি। তবে তাদের সেই পথে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

বিশ্বকাপ মানেই দক্ষিণ আফ্রিকার সর্বনাশ। সেই সর্বনাশের কারণ হতে পারে এই বৃষ্টি। কেননা, নিয়মানুযায়ী অন্তত ৫ ওভার ব্যাট করতে হয় পরে ব্যাট করা দলকে। যা এখনও করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ২ ওভারে ২ উইকেট খরচায় ১৫ রান তুলতেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে মাঠে।

অবশ্য এতে দক্ষিণ আফ্রিকার নয় বরং শঙ্কায় পড়ে গেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের সেমিতে খেলার স্বপ্ন। কেননা, এক্ষেত্রে অবশ্য কপাল দক্ষিণ আফ্রিকার পুড়বে না। কারণ তাদের পয়েন্ট ৪। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ২। সেমিতে যেতে এ ম্যাচে জিততেই হবে ওয়েস্ট ইন্ডিজকে। তাই কোনো কারণে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগ করলে ক্ষতিটা তাদেরই হবে।

এর আগে বৃষ্টি শুরু হওয়ার আগ পর্যন্ত স্বল্প পুঁজি নিয়েও দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারে ১২ রান খরচ করলেও দ্বিতীয় ওভারে এসে দুটি উইকেট তুলে নিয়েছেন আন্দ্রে রাসেল। তাতে বেশ চাপেই পড়ে গিয়েছিল প্রোটিয়ারা। তবে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় এখন সেই চাপ কাটিয়ে নতুন ভাবে ইনিংসের সূচনা করতে পারবে দলটি। যা নিশ্চয় কাজেই দেওয়ার কথা তাদের। তবে কোনো কারণে বৃষ্টির কারণে ওভার কমে গেলে এবং উইকেটের আচরণ ভয়ঙ্কর হয়ে উঠলে কপাল পুড়তে পারে দক্ষিণ আফ্রিকার। দলটির অতীত ইতিহাস অন্তত সে শঙ্কার কথায় জানাচ্ছে।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *