Home দেশ-বিদেশের যু্দ্ধ পশ্চিমতীরে ২৫ ফিলিস্তিনিকে আটক করল ইসরাইল
জুন ২৩, ২০২৪

পশ্চিমতীরে ২৫ ফিলিস্তিনিকে আটক করল ইসরাইল

পশ্চিতীরে ২৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। শনিবার তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন প্রিজনার্স সোসাইটি। খবর আনাদোলু এজেন্সির।

বন্দিবিষয়ক কমিশন এবং ফিলিস্তিন প্রিজনার্স সোসাইটির একটি যৌথ বিবৃতিতে বলা হয়, শিশু ও সাবেক বন্দিসহ ২৫ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। এর ফলে গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনিদের মোট সংখ্যা ৯ হাজার ৩২৫-এ পৌঁছেছে।

সংগঠনটি জানিয়েছে, এসব ফিলিস্তিনির মধ্যে নাবলুস, তুলকারম, রামাল্লা এবং হেবরন শহর থেকে বেশরিভাগকে আটক করা হয়েছে। এ ছাড়া ইসরাইলি বাহিনী অভিযান পরিচালনার সময় ফিলিস্তিনিদের মারধর ও দুর্ব্যবহার করেছে এবং তাদের বাড়িঘর ও সম্পত্তির ক্ষতি করেছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৭ হাজার ৫৫১ জনে পৌঁছেছে। এছাড়া হামলায় আরও ৮৫ হাজার ৯১১ জন অন্যান্য লোক আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *