Home খেলা সেমিতে খেলতে হলে অসাধারণ কিছু করতে হবে: তাসকিন
জুন ২২, ২০২৪

সেমিতে খেলতে হলে অসাধারণ কিছু করতে হবে: তাসকিন

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ দল। এখন সেমিফাইনালের স্বপ্নও অনেকটা ফিকে। তবে সেমিতে খেলতে হলে আজকের ম্যাচে হারাতে হবে ভারতকে। আর এই ম্যাচে হারলে শেষ হয়ে যাবে সব সম্ভাবনা।

শনিবার ম্যাচের আগে গণমাধ্যমে কথা বলেছেন তসকিন। বাংলাদেশি পেসার বলেন, অসাধারণ কিছু করে শক্তিশালী ভারতকে হারিয়ে দেওয়ার।

তাসকিন বলেন, মেসেজ একটাই যে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমাদের অসাধরণ পারফর্ম করতে হবে, যদি সেমিফাইনাল খেলতে হয়। ভারতের বিপক্ষে স্পেশালি। কারণ এই ম্যাচ হেরে গেলে তখন আর সেমিফাইনাল খেলার স্বপ্নও থাকবে না তাই পরের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। সব ম্যাচেই তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি, ভুলের পরিমাণ কম থাকলেই আশা করি ইতিবাচক কিছু হবে।

ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ অ্যান্টিগায়। এখানেই অজিদের বিপক্ষেও খেলেছিল তারা। এই ভেন্যুতে নিয়মিত রান হতে দেখা গেছে। কিন্তু রান করতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা। পুরো টুর্নামেন্টজুড়েই রান খরায় ভুগছেন টাইগার ব্যাটাররা।

তবে সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়নি জানিয়ে তাসকিন বলেন, এখনো (সেমিফাইনালের) সুযোগ আছে। এখানের উইকেটটা বেশ ভালো। সহজ হবে না অবশ্যই। তবে এখনো আশা ছাড়ছি না।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *