Home দেশ-বিদেশের যু্দ্ধ গাজায় ২৪ ঘণ্টায় ১০১ ফিলিস্তিনি নিহত
জুন ২২, ২০২৪

গাজায় ২৪ ঘণ্টায় ১০১ ফিলিস্তিনি নিহত

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ১০১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছেন ১৬৯ জন। খবর আল-জাজিরার

বেশ কয়েকজন এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছেন এবং অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না বলেও জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

গত ৮ জুন নুসেইরাত শরণার্থী শিবিরে চার বন্দিকে মুক্ত করতে ইসরাইলি বাহিনী অন্তত ২৭৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে। সেই ঘটনার পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় এ পর্যন্ত অন্তত ৩৭ হাজার ৫৫১ জন নিহত ও ৮৫ হাজার ৯১১ জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

Tinggalkan Balasan

Alamat e-mel anda tidak akan disiarkan. Medan diperlukan ditanda dengan *